মােঃ সাইফুল্লাহ: “মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার ” এ শ্লোগান নিয়ে মাগুরায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে । এ উপলক্ষে মাগুরা সদর থানার আয়োজনে রবিবার বেলা ১১ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশু হাসপাতাল পাড়ায় বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে । এ সময় মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু রেজা নান্টু ,মাগুরা সদর থানার এস আই গুরু দাস,এএসআই আনিসুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পৌরসভার ৯নং ওয়ার্ডে করা হয়েছে ৩ টি বিট । সেগুলো হলো পশু হাসপাতাল পাড়ায় ১ টি,ইসলামপাড়ায় পূবাশা সিনেমা হলের সামনে ১টি ও আদর্শ পাড়ায় ১টি ।
মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু রেজা নান্টু জানান,মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে মাগুরা সদর থানার আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে । পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ৩টি করে পুলিশিং বিট করা হয়েছে । প্রতিটি বিটে প্রতিদিন একজন এসআই ও এএসআই সকাল ৯টা রাত ১২টা পর্যন্ত রুটিন মাফিক কাজ করবে ।পাশাপাশি এ পুলিশিং বিটে পৌর নাগরিকদের সার্বিক সেবা ও তাদের যাবতীয় সমস্যার কথাও তারা জানাতে পারবে ।