কাজী কামাল হোসেন,নওগাঁ
নওগাঁর মান্দায় বন্যার পানিতে গোছল করতে গিয়ে আশিক (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (৮আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঠাকুর মান্দা বিলের ব্রিজ থেকে লাফদিয়ে গোছল করতে গিয়ে এই দূর্ঘটনাটি ঘটেছে।
নিখোঁজ আশিক মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের হাড় কিশোর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার জানান, আশিক গোছল করতে গিয়ে মান্দা ব্রিজের উপর থেকে লাফদিয়ে পানিতে পরলেও আর ভেসে ওঠেনি। পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিতিতে লাশ উদ্ধারের চেষ্টা চলছে।