মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া সার্বজনীন দূর্গা মন্দিরে সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই কর্তৃক আয়োজিত সাংবাদিক বিপুল দাসের সার্বিক তত্বাবধনে ধর্মীয় আলোচনা,গীতা দান ও বিদ্যার্থী বৈদিক বিদ্যাপিঠ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
“সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই” এর সাধারন সম্পাদক রিপন গোপ পিন্টুর সঞ্চালনায় ও মসজিদিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্রী দিলিপ কুমার শর্মার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরসরাই বাগীশিক এর সভাপতি শ্রী প্রিয়তোষ নাথ প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কেন্দ্রীয় কালি মন্দিরের সাধারন সম্পাদক জহরলাল নাথ অভি,
জন্মাষ্টমী উদযাপন পরিষদ মীরসরাই শাখার সভাপতি পরিমল কর্মকার, জৌগিশিক মীরসরাই শাখার সভাপতি শংকর শর্মা, সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই সভাপতি গোপি কুমার দাস,
বাগীশিক, মীরসরাই সাধারন সম্পাদক
উজ্জ্বল দে সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে তরুন গীতাপ্রেমী রিকু দে এর সৌজন্যে ৫০ জন শিক্ষার্থীকে গীতা দান করা হয়।