শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান সরকারী কলেজের আঙ্গিনায় বৃক্ষের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট ) সকালে রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজিত এই কর্মসূচী উদ্বোধন করেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদারের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক তানভীর হাসান চৌধুরী, নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির কাঞ্চন, বেলাল হোসেন সিফাত, যুবলীগ নেতা এরশাদ প্রমুখ।