শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁও প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দেশের প্রথম শ্রেনীর টিভি চ্যানেল, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হাবিব।
শনিবার সন্ধ্যায় সোনারগাঁও প্রেসক্লাবের সহসভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ রিপন তার হাতে স্থায়ী সদস্যপদের চিঠি তুলে দেন। এসময় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে সকলের সহযোগিতা চান।
আকতার হাবিব সোনারগাঁয়ের কৃতি সন্তান। চ্যানেল আই ছাড়াও দেশের প্রথমসারির পত্রিকা, এফএম রেডিওতে প্রায় ৯ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন তিনি। পেশাদার সাংবাদিক হিসেবে গুরুত্বপুর্ন ও আলোচিত অনেক রিপোর্ট করেছেন। পাশাপাশি মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামুলক বিভিন্ন কাজের মাধ্যমে ইতিমধ্যেই স্বীকৃতি লাভ করেছেন জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন থেকে। গড়ে তুলতেছেন সেচ্ছাসেবী সংগঠন ব্রাইট সোনারগাঁ।