1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ নাশী খাল তিন দশক ধরে অস্তিত্ব সংকটে! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

ঈদগাঁহ নাশী খাল তিন দশক ধরে অস্তিত্ব সংকটে!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ১৫৫ বার

কক্সবাজার সদরের ঈদগাঁহ ইউনিয়নে ফসলী জমির উপর দিয়ে প্রবাহিত প্রাকৃতিক জলাধার নাশী খাল বিগত তিন দশক ধরে ক্রমাগতভাবে দূষণ,দখল ও ভরাটের ফলে অস্তিস্ত্ব সংকটের মুখে পড়েছে ।

হারিয়ে গেছে ইউনিয়নের দরগাহপাড়া থেকে কালিরছড়া খাল পর্যন্ত প্রায় ৫ কিমিঃ দীর্ঘ এ খালের অতীত জৌলুস ও প্রাণবৈচিত্র্যতা।

নেই আগের সেই প্রাণচঞ্চল গতিধারা। অথচ নিকট অতীতেও এই অঞ্চলের কৃষিসেচ, গৃহস্থালির ব্যবহার ,জীববৈচিত্র্যতা রক্ষা , বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্যের প্রজননক্ষেত্র ও অভায়াশ্রম, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যা ও অতিবৃষ্টির পানি নিষ্কাশনসহ বহুমাত্রিক ব্যবহারে এ নাশী খাল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এসেছে।
সভ্যতার বিবর্তন আর সভ্য মানুষের প্রকৃতি বিরোধি কর্মকাণ্ড কেড়ে নিয়েছে চিরচেনার এ নাশী খালের প্রাণপ্রাচূর্য্যতা ও চিরসবুজ তারুণ্য।

অস্তিস্ত্ব সংকটাপন্ন নাশী খালকে বিপন্নতা থেকে রক্ষা করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে তার বহুমূখী ব্যবহার নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিকল্পিত, টেকসই ও সমন্বিত উন্নয়নের উদ্যোগের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজখবর নিয়ে জানা গেছে, নাশী খাল একটি প্রাকৃতিক জলাধার এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক স্বীকৃত জীবন্ত সত্ত্বা।

এ খালের অভ্যন্তরে কোন প্রকার ময়লা-আবর্জনা বা বর্জ্য পদার্থ ফেলা কিংবা খালের পানি দূষিত বা খাল ভরাট বা দখল কার্যক্রম সংঘটন বা প্ররোচনা দেয়া আইনগতভাবে দণ্ডনীয় ও ফৌজদারি অপরাধ বলে নির্দেশনা রয়েছে।

এলাকার সচেতন মহল নাশী খালে কোন প্রকার ময়লা – আবর্জনা বা বর্জ্যপদার্থ ফেলা এবং যেকোন ধরণের ভরাট কার্যক্রম থেকে বিরত থাকার অহবান জানিয়েছেন।

নাশী খালকে দুষণ, ভরাট এবং বিপন্নতা থেকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন পরিবেশবাদী ও কলামিষ্ট কাফি আনোয়ার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net