এস. এম তৈয়ব, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
আজ বিকাল তিন টায় ক্যাফে মামার বাড়িতে বাঁশখালীএক্সপ্রেস এর রিপোর্টার রিয়াজুল হক রিফাতের সঞ্চালনায় সেরা কাস্টমার কেম্পেইন পুরস্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সরকারী আলাউল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের লেকচারার মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ বাঁশখালী ব্রান্স এর একাউন্স হেড কাজী তারেখ আজীজ, বিকাশ বাঁশখালী শাখার ডি এস এস আরমান জিল্লুর, পোশাক বাড়ির স্বত্বাধিকারী শওকত ওয়াহিদ, শাহ্ আজমীর টেইলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াহিদ,বিসমিল্লাহ টেইলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরিদ, এন কে পেপারের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাক, প্রিন্সেস আবায়া ফ্যাশনের স্বত্বাধিকারী মো ইব্রাহিম, হিরন ভিডিও সেন্টারের স্বত্বাধিকারী মো হিরন।
সেরা কাস্টমার কেম্পেইন এর প্রথম পুরস্কার বিজয়ী হন চেচুরিয়ার রুখসানা আকতার,২য় বিজয়ী পালেগ্রামের সারু সোলতানা এবং ৩য় বিজয়ী গুনাগরীর চৌধুরী হাসান। তারা প্রত্যেকে ৫০০টাকার ফুড কার্ড বিজয়ী হোন।
এতে বিশেষ বিবেচনায় ১০% ডিসকাউন্ট কার্ড বিজয়ী হন পঃ সাধনপুরের মোজাম্মেল হক শাওন, বৈলছড়ীর তানজিনা আকতার ও পূর্ব রায়ছটার রেখা।
উল্লেখ্য.. গত শুক্রবারে প্রায় তিনশ জন প্রতিযোগী হতে লটারীর মাধ্যমে উল্লেখিত ছয় জনকে বিজয়ী ঘোষনা করা হয়।