1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার সমাজসেবক হাসেম চেয়ারম্যানের সহর্মীনির জানাযা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

চকরিয়ার সমাজসেবক হাসেম চেয়ারম্যানের সহর্মীনির জানাযা সম্পন্ন

শাহজালাল শাহেদ, চকরিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৭৯ বার

চকরিয়ার বিশিষ্ট সমাজসেবক ও দানবীর চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেমের সহর্মীনি শামসুন নাহার (৬২) শনিবার ২২আগস্ট সকাল সোয়া ৬টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২ছেলে ও ৪মেয়ে সন্তানের জননী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।
একইদিন বিকাল ৫টায় বাদে আসর উপজেলা পরিষদ চত্ত্বরে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার দেবর চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।

এসময় চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে জানাযা শেষে মগবাজার জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমার দাফন কার্যক্রম সম্পন্ন হয়। মরহুমা শামসুন নাহার চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলমের বড়ভাবি।
এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী চকরিয়া শাখার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. নূরুল কবির। তিনি এক শোক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, মরহুমা শামসুন নাহারের বড় ছেলে মো. সরওয়ার কামাল ঢাকা ব্যাংক চকরিয়ার সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন এবং ছোট ছেলে মো. শেফায়েত হোসেন পারিবারিক দাতা সংস্থা হাসেম-নাহার ফাউন্ডেশন পরিচালনাধীন চকরিয়া পৌরসভার মগবাজার তাহজীবুল উম্মাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net