এস.এম.জাকির,চন্দনাইশ প্রতিনিধিঃ
দোহাজারী পৌরসভা সদরের হাজারী টাওয়ার চত্বরে বিট পুলিশিং ও কার্যক্রম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক এম.এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চন্দনাইশকে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করা সবার নাগরিক দায়িত্ব। কোন পরিবারের একজন মাদকাসক্ত হলে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। যারা মাদকসেবী অথবা মাদক ব্যবসায়ী তাদের সম্পর্কে নির্ভয়ে পুলিশকে তথ্য দিন। চন্দনাইশকে শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলবো। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবেন। কেউ চাঁদা দাবী করলে তার সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। একটা সময় ছিল মানুষ পুলিশকে ভয় পেত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এখন এই বিষয়টা অনেক পরিবর্তন হয়েছে। আমি চন্দনাইশবাসীকে আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাবো। আপনারা কোন দালালের মাধ্যমে না, সরাসরি আমার কাছে আসুন আমি সেবা দিয়ে যাবো। আমি পুলিশ বাহিনীতে যোগদান করার পর থেকেই মানুষকে আন্তরিকতার সহিত সেবা দেওয়ার চেষ্টা করি।
কমিউনিটি পুলিশিং দোহাজারী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা আ.লীগ সভাপতি মোহাম্মদ আব্দুল শুক্কুর, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু, সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান বেগ, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ লোকমান হাকিম, সাবেক ইউপি সদস্য এস.এম জামাল উদ্দীন, যুবলীগ নেতা এরশাদুর রহমান সুমন, হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী মোঃ হাছান, যুবলীগ নেতা এস.এম রবিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজনু মিয়া, মুক্তিযোদ্ধা ইসলাম খান, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম.এ রাজ্জাক রাজ, চন্দনাইশ প্রেসক্লাব সহ-সভাপতি এম.এ মুছা, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ, সাবেক ইউপি সদস্য শাহ্ আলম, জাহাঙ্গীর আলম, ইস্কান্দর মিয়া, মোঃ ইয়াছিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, মিডিয়ার সাংবাদিক,ব্যবসায়ী,শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।