পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ফয়সাল আহমেদ যোগদানের পর বিদায়ী ইউএনও ফারহানা জাহান উপমা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
গত ৩০ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির আদেশ জারি করা হয়।
পটিয়ার নতুন ইউএনও ফয়সাল আহমেদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় ছিলেন।তিনি ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে ২০১৩ সালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।