মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ’ এর ১১ সদস্য বিশিষ্ট ২টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে সংগঠনটির সভাপতি (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন এর সভাপতিত্বে কার্যকরী কমিটির এক সভায় এ উপ-কমিটি গঠন করা হয়। কমিটি ২টি হলো নাগেরচর ও দক্ষিণ বলরামপুর।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শ্যামল, অর্থ সম্পাদক রঞ্জন চন্দ্র দাস, কবি আহমেদ উল্লাহ, শামীম শুভ, দুলাল মুন্সী, রিপন হাসান ও জুয়েল খান প্রমুখ।
উল্লেখ্য, “কল্যাণের লক্ষ্যে আমরা একসাথে” এ স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ। যার উদ্দেশ্য ছিলো গরীব, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষক, গুনীজনদের সম্মাননাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এগিয়ে যাওয়া। তারই বাস্তবায়নের লক্ষ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলিদের সম্মাননা প্রদান, বিদ্যালের প্রতিষ্ঠাতাকে মরণোত্তর সম্মাননা, জাতীয় দিবস উদযাপন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক পুরষ্কার প্রদান ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছে।
কিন্তু সংগঠনটি প্রতিষ্ঠার ১বছরের মধ্যে জিমিয়ে পরে। কারন সংগঠনটির দায়িত্ব নেওয়া বেশীর ভাগ সদস্যই কর্মব্যস্তায় জরিয়ে যায়। এতে থেমে যায় সংগঠনটির কার্যক্রম। দীর্ঘ এক যুগ পর নতুন রুপে সংগঠনের কার্যক্রম, সদস্য সংগ্রহ, বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি ও আগামী ১৬ই ডিসেম্বর ২০২০ উদযাপন সফল করার লক্ষ্যে গত (১৪ আগষ্ট) ২০২০ তারিখে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সংগঠনটি বিস্তারের জন্য বিভিন্ন এলাকাভিত্তিক উপকমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে বিদ্যালয়ের হল রুমে ২টি উপ-কমিটি ঘোষণা করা হয়।