মীরসরাই প্রতিনিধি : সামাজিক সংগঠন “পরিবর্তন টিম” এর উদ্যোগে মীরসরাইয়ের অবহেলিত ত্রিপুরা পল্লীতে গতকাল শুক্রবার সকাল ১০ হতে দুপুর ২টা পর্যন্ত প্রায় ১০০শত ছাত্র-ছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ ও অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে চিকিৎসা সেবা প্রদান করেন পরিবর্তন টিমের সহ-সভাপতি ডাঃ সঞ্জয় দেবনাথ (বিসিএস স্বাস্থ্য)। এছাড়া আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পরিবর্তন টিমের পৃষ্ঠপোষক সুভাষ সরকার, মীরসরাই থানার এ এস আই সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম সরকারী সিটি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ সালাউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, পরিবর্তন টিমের পৃষ্ঠপোষক সমীর শর্মা এবং পরিবর্তন টিমের সভাপতি প্রফেসর শিমুল ভৌমিক, সাধারণ সম্পাদক সুজন দাশ বাপ্পি, সহ-সাধারণ সম্পাদক জুয়েল দাশ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, প্রচার সম্পাদক রাজিব পাল সহ প্রমুখ।