শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক কৃষি বিষয়ক সমন্বয় সভা ২৪ আগস্ট সোমবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন।বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী,সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান খান, সি. উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জিব কুমার সুশীলসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।