কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান প্রায় ৭০জন এতিমের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিব চেয়ারম্যান নিজ হাতে এতিমদের খাবার পরিবেশন করেন, এসময় ইউনিয়ন পরিষদ সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় তাঁকে সহায়তা করেন।
ইউপি সচিব মো. আবু তৈয়ব, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মো. ফোরকান ও ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য/সদস্যা, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন।