1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওসি প্রদীপের গাড়ি বহরকে এসকর্ট দিতে গিয়ে ওসি তদন্তসহ আহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে স্পিডবোট ডুবি, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা চলছে: ফখরুল

ওসি প্রদীপের গাড়ি বহরকে এসকর্ট দিতে গিয়ে ওসি তদন্তসহ আহত-৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৮৬ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
চাঞ্চল্যকর সেনাবাহিনীর কর্মকর্তা মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো.রাশেদ খান হত্যাকান্ডের আসামী টেকনাফ থানার থেকে প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে এসকর্ট দিতে গিয়ে চকরিয়া থানার একটি পিকআপ ভ্যান সড়কের পার্শ্বে পড়ে গিয়ে ওসি তদন্তসহ ৪ পুলিশ আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এতে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান, এসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল সুবল ও গাড়ি চালক সুবল আহত হয়েছে।

তবে আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় অবস্থান করছেন।

তবে সবাই সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে ও সকলের আন্তরিক দোয়ায় সবাই সুস্থ রয়েছে। কোন অফিসারের তেমন কোন আঘাত হয়নি। তারা এখন বিশ্রাম নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম থেকে সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে নিয়ে কক্সবাজার কোর্টে আত্মসর্মপনের জন্য যাচ্ছিল পুলিশের একটি দল।
এর আলোকে চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মো.মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বানিয়ারছড়ায় অবস্থান নেয়।

পরে চট্টগ্রামের দিক থেকে আসা গাড়ি বহরটি বানিয়ারছড়া এলাকায় পৌছলে ওই বহরকে এসকর্টের জন্য চকরিয়া থানার গাড়িটি চলতে শুরু করে।

এসময় হঠাৎ করে বহরের ভিতর ডুকে যায় একটি লেগুনা গাড়ি। পরে গাড়িটি চকরিয়া থানার পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি সড়কের বাইরে পড়ে যায়।

এতে থানার তদন্ত কর্মকর্তা, এসআই ও দুই কনস্টেবল আহত হয়। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে আহতদের আঘাত গুরতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়া হয়।

উল্লেখ্যে, গত শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া পুলিশ ফাঁড়িত পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো.রাশেদ খান। এ ঘটনায় বুধবার নিহতের ছোটবোন বাদি হয়ে কক্সবাজার আদালতে একটি এজাহার দায়ের করেন।

এতে টেকনাফ থানার সদ্য সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকতসহ নয়জনকে আসামী করা হয়। পরে আদালত টেকনাফ থানাকে এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করার নির্দেশ দেন।
ওইদিন রাতে টেকনাফ থানায় এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net