নিজস্ব প্রতিবেদক :
আজ দুপুরে নাঙ্গলকোটের জনগণের প্রিয়মুখ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক ড. দেলোয়ার হোসেনের উত্তরার বাসায় সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আমরা ঢাকায় বসবাসরত নাঙ্গলকোটের কিছু মানুষ সেই আয়োজনে যোগ দেই।
দুপুরের খাবার গ্রহণের পর সবাই জননেতা ড. দেলোয়ার হোসেনের সাথে মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে সবাই ড. দেলোয়ার হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আলোচনায় যোগ দেন- দৈনিক শ্যামল বাংলার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, এডভোকেট কাজী নুরে আলম সিদ্দিক, বিশিষ্ট ব্যাংকার আশরাফুল আলম সুজন, ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্বব ওমর আল ফারুক, এডভোকেট সাইফুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা মনিরুজ্জামান, ব্যবসায়ী আলতাফ আহমেদ, ছাত্রফোরাম নেতা সোলাইমান সবুজ, মুহিবুল্লাহ আল হোসাইনী, মাহমুদুল হাসান হৃদয়, নাঙ্গলকোট উন্নয়ন পরিষদের সেক্রেটারি ফরিদ আহমেদ নয়ন, দিদারুল ইসলাম, ব্যবসায়ী কাজী আবু জাফর প্রমুখ।