বদরুল হক:-
আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামে দোকানের মোড়ে রাতের অন্ধকারে দুর্বৃত্তের হামলায় স্থানীয় পাহারাদার মোহাস্মদ এয়াকুব (৫৫) খূন হয়েছে।নিহত ব্যক্তি চুন্নাপাড়া গ্রামের কালাগাজীর বাড়ীর মৃত মাওলানা আবদুচ ছামাদের পুত্র।
স্থানীয় সুত্রে জানায়, এয়াকুব দীর্ঘদিন ধরে চুন্নাপাড়া দোকানের মোড় সংলগ্ন বাজারের ব্যবসায়ী সমিতির আওতাধীনে বেতনদারী পাহারাদারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।প্রতি দিনের ন্যায় সে গতকাল (১২ সেপ্টেম্বর) শনিবার দিবাগত রাতে দায়িত্বে পালনে তার কর্মস্থলে যান।মধ্যরাতে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় খুন হয়েছে।কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
এই ব্যাপারে আনোয়ারা থানা ওসি দুলাল মাহমুদ জানায় খবর পেয়ে গঠনাস্থল আমরা পরিদর্শন করেছি, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পূর্বের শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। ঐ এলাকায় চুরি ডাকাতির কোন চিহ্ন দেখা যায়নি, তবে কি কারনে খুন হয়েছে তা উৎঘাটনের চেষ্টা চলছে খুন হওয়া ব্যক্তির ময়না তদন্তের রিপাের্ট আসলে কিভাবে খুন হয়েছে তাও জানা যাবে।