গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মঙ্গল চৌকিদার
(৬০) নামক এক ব্যবসায়ির মৃতদেহ উদ্ধার করেছে
পুলিশ।
আজ শনিবার দুপুর ১ টায় মুকসুদপুর উপজেলার
দক্ষিণ জলিরপাড় এলাকার ধান ক্ষেতের পাশে হাত-পা
বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ির মরদেহ উদ্ধার করে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌ-তদন্ত কেন্দ্রের
পুলিশ পরিদর্শক মোঃ আবুল বাশার জানান, বেলা
১২টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামের মৃত
কুমোদ বাকচীর ধান ক্ষেতের পাশে ঐ ব্যক্তির মরদেহ
পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে খবর পেয়ে পুলিশ দুপুর ১ টায় ঘটনাস্থলে
গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি মুকসুদপুর
উপজেলার বনগ্রামের মৃত অমৃত লাল চৌকিদারের
ছেলে। তিনি জলিলপাড় বাজারে সবজি বিক্রেয়
করতেন। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০
শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ
করা হয়েছে।