কে এম ইউসুফ :
ভাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি স্লোগানে সামাজিক সংগঠন ‘চট্টল সমাজ’ এর প্রতিষ্ঠাতা পরিষদ এর মতবিনিময় সভা চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু’তে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর)মিমহা হোল্ডিং লিমিটেড’র সৌজন্যে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
ফয়সাল মো. রানা ও কামরুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময়ে অংশ নেন- বখতিয়ার সাঈদ ইরান, এডভোকেট রাশেদুল আলম, নুরুল আবছার শফিউল আজম চৌধুরী, শাহাদাত উসমান, রাশেদ মো. জয়নুল ইসলাম খান, ইয়াছিন মুহুরী, আলমগীর, ইন্জিনিয়িার আসিফুর রহমান, অধ্যাপক নাজমুল হুদা মনি, রেজাউল করিম হিরু, শামসুল হায়দার তুষার, এস এম মহিউদ্দিন মাহিন, কাজী এরশাদুল হাসান সুজন, মামুন চৌধুরী, রফিকুল ইসলাম রানা।
মতবিনিময় শেষে যৌথ মতামতে বাপ্পী তালুকদার কে সভাপতি ও ফয়সাল মোহাম্মদ রানা’কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
শীঘ্রই পুরো কার্যনির্বাহী পরিষদ পরিষদ গঠন সম্পন্ন করে আনুষ্ঠানিক ঘোষনা করা হবে’ বলে জানান- সভাপতি বাপ্পী তালুকদার।