পটিয়া প্রতিনিধি-
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার চরকানাই “অমিতাভ সংস্থা”র নতুন কার্যকরী কমিটি ২০২১-২০২২ সাল ঘোষণা করা হয়েছে। কমিটি নির্বাচন উপলক্ষে এক সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে, রনি বড়ুয়া চৌধুরীকে সভাপতি এবং জ্যাকসন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য পদে, সহ-সভাপতি- সুজয় বড়ুয়া।
সহ-সভাপতি- রাজিব তালুকদার।
সাধারণ সম্পাদক- জ্যাকসন তালুকদার।
সহ-সাধারণ সম্পাদক- রেভেন বড়ুয়া।
অর্থ সম্পাদক -লিক্সন তালুকদার।
সহ-অর্থ সম্পাদক-পার্থ বড়ুয়া চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক- আবির তালুকদার।
সহ-সাংগঠনিক সম্পাদক-অহীন বড়ুয়া চৌধুরী,
ক্রীড়া সম্পাদক- সুমিত বড়ুয়া।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- সুদীপ্ত বড়ুয়া। দপ্তর সম্পাদক- সৌরভ বড়ুয়া চৌধুরী।
ধর্মীয় সম্পাদক- তুষার তালুকদার।
কার্যকরী সদস্য-(১) নিশান বড়ুয়া (২) লিংকন বড়ুয়া (৩) আপন বড়ুয়া।
উপদেষ্টা মন্ডলী-
(১) বিকিরণ বড়ুয়া (২) দেবু তালুকদার (পল্লী চিকিৎসক) (৩) রাজু চৌধুরী (সাংবাদিক) (৪) অভিজিৎ বড়ুয়া (৫) শিমুল বড়ুয়া (৬) কানন বড়ুয়া। কমিটি নির্বাচন ও আলোচনা সভা শেষে পুরাতন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্বভার নতুন কমিটির হাতে অর্পন করেন।