1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম গঠন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

জেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম গঠন অনুষ্ঠিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৫ বার

কিশোর-কিশোরীদের সমন্বয়ে মানসম্মত পুষ্টি সেবা প্রদানের জন্য সরকার, বেসরকারী খাত ও নাগরিক সমাজের পাশাপাশি কিশোর-কিশোরীদের সম্পৃক্তকরণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজ আল-আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট।

আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বাগেরহাটের ধানসিঁড়ি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজ আল-আসাদ বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ হলো কিশোর-কিশোরী। তাদেরকে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা জরুরী। তাদের মাধমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব। কিশোর-কিশোরীরাই বর্তমান সমাজে চেঞ্জমেকার হিসেবে কাজ করবে।

ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প-(ক্রেইন) এর আওতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর অনুষ্ঠানটির আয়োজন করেছে। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃত্বে এবং ওয়াটার এইড-এর কারিগরী সহায়তায়, বাগেরহাটের কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা উপজেলায় রূপান্তর ও জেজেএস পুষ্টি উন্নয়নে প্রকল্পের অন্যান্য সকল কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনা হেনা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাট। শেখ আসাদুর রহমান, জেলা শিশু কর্মকর্তা বাগেরহাট। রিজিয়া পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাগেরহাট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসনেয়ারা বেগম, পুষ্টি সমন্বয়কারী,কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাগেরহাট। খালেদা হোসেন মুন, প্রকল্প সমন্বয়কারী এবং ত্রিদ্বীপ বিশ্বাস, মনিটরিং অফিসার, ক্রেইন, রূপান্তর, বাগেরহাট। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরিফুল বাসার, জেলা সিএসও মোবিলাইজার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net