মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট রেঞ্জের করেরহাট বিটের রামগড় -সীতাকুন্ড রিজার্ভ ফরেস্টের কালাপানি নামক স্থানের চেলেমারা ব্রিজের দক্ষিণ পাশে গত ৯ই সেপ্টেম্বর সকাল ৬ টায় সাত টুকরা প্রায় ১৮ ঘনফুট গোল কাঠ এবং ব্যবহৃত সিএনজি জব্দ করে করেরহাট বিট অফিস।
এসময় হাতনাতে ধরা পড়ে ভুজপুর থানার কালাপানিয়ার রহমতপুর গাবতলার আতাউল ইসলাম এর ছেলে নুর হোসেন সোহেল (২৫) । এসময় ছালাউদ্দিন, আলাউদ্দিন সহ আরো কয়েকজন পালিয়ে যায়।
আসামীরা বেআইনি ভাবে সরকারি সংরক্ষিত সেগুন বাগানে অবৈধ ভাবে প্রবেশ করে গাছ কাটা ও পাচারের চেষ্টা করায় বন আইনে মামলা করা হয়।