আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের হামলায় আওয়ামীলীগ নেতা ইউনুস মিয়া (৫৫) নিহত হয়েছে। আজ শক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগল হাট ইউনিয়নের খামারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইউনুস মিয়া ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকায় ইউনুস মিয়া ইউনিয়ন পরিষদে যায় সুষ্টু বিচারের প্রত্যাশায়। জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র চেয়ারম্যান সেকান্দর মির্জার সম্মুখে প্রতিপক্ষ দুর্বৃত্তরা ঘটনাস্থলে ইউনুস মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন।
নিহতের ছেলে রাসেল বাবাকে (ইউনুস মিয়া) উদ্বার করতে গেলে, দুর্বৃত্তরা রাসেলকেও হামলা করেন। আহত অবস্থায় রাসেলকে উপজেলা স্থাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবার সুত্র জানায়, নিহত ইউনুস মিয়া ইউনিয়ন পরিষদে যায় সুষ্টু বিচারের প্রত্যাশায়।
কিন্তু চেয়ারম্যান সেকান্দর মির্জার মদদে প্রতিপক্ষ দুর্বৃত্তরা ইউনুস মিয়াকে পিটিয়ে হত্যা করেছেন। চেয়ারম্যান সেকান্দর মির্জাকে অস্ত্র হাতে প্রতিপক্ষের ভ্রমিকা দেখা গেছে বলে পরিবার দাবী করেন।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বলেন, ইউনুস মিয়ার পরিবার পরিক্ষিত আওয়ামীলীগ পরিবার।
তিনি বলেন, ইউনুস মিয়াও একজন পরিক্ষিত আওয়ামীলীগ নেতা। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সদস্য ছিলেন। তিনি বিদেশ চলে যাওয়ায় বর্তমান কমিটিতে তাকে রাখা হয়নি। নিহতের ভাই সাবেক ইউপি সদস্য এবং তার ভাতিজা উপজেলা সেচ্ছাসেবী লীগের সাংস্কৃতিক সম্পাদক বলে জানান তিনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। নিহতের পরিবার থানায় মামলা করেছেন। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওধায় আনার জন্য পুলিশ তৎপর বলে জানান তিনি।