হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আয়োজিত ওই সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা এবং নকলা উপজেলা পরিষদ মসজিদে মোয়াজ্জিন মাওলানা আব্দুল লতিফের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
সভায় কমিটির উপদেষ্টা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।