কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকায় সরকারী খাস জমি উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। ইউনিয়নাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সড়কের পাশে সরকারি ১নং খাস খতিয়ানের ৮০ শতক জমি উদ্ধার করা হয়েছে। এসব জায়গার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জায়গা উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন এবং সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ জানান- ফতেপুর ইউনিয়নের মো. চুরুত মিয়া ও পশ্চিম পট্টি এলাকার মনিরুজ্জামান অবৈধভাবে ৩৪ বছর ধরে দখল করে রেখেছিলো এসব, উদ্ধারকৃত টিলা শ্রেণীর ৮০ শতক জায়গাসমূহের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা’