খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে বুধবার বিকেলে অবৈধভাবে বহন করা ৩ লাখ ভাটার পোনা আটক করে পানগুছি নদীতে অবমুক্ত করা হয়েছে। কোষ্টগার্ডের অভিযানে এসব পোনা মাছ আটক করা হয়।
মোরেলগঞ্জ কোষ্টগার্ড স্টেশন কন্টিজেন কমান্ডার মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ডের পেটি অফিসার মাসুম বিল্লাহর নেতৃত্বে ৫ সদস্যর একটি টিম পানগুছি নদীতে অভিযান চালিয়ে ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রলার সহ ৩ লাখ ভাটার পোনা আটক করে। পরে ভাটার পোনা নদীতে অবমুক্ত করা হয়। ট্রলারটি খুলনা জেলার রুপসা উপজেলার আলাইপুরের উদ্যোশে যাচ্ছিলেন।