শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়ায় বিভিন্ন জটিল-কঠিন রোগে আক্রান্ত ৪৫ পরিবারের মাঝে সাড়ে ২২লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া’র সঞ্চালনায় এসব আক্রান্ত রোগি ও রোগি পরিবারের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
চকরিয়া উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। এসময় মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানসহ উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া জানান, মঙ্গলবার চকরিয়া উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ৪৫ জন রোগীর মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। এতে প্রতি রোগি ও রোগির প্রতিনিধিদের হাতে এককালিন ৫০ হাজার টাকা করে মোট ২২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।