চকরিয়া প্রতিনিধি:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ চকরিয়া উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোনীত হয়েছে ছাত্রনেতা মো. দেলোয়ার হোসেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল সোনার বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করার লক্ষ্যে মো. দেলোয়ার হোসেনকে সভাপতি ও মো. আকিল শাহকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
গত ৭ সেপ্টেম্বর’২০২০ইং তারিখ একটি সাংগঠনিক প্যাডে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. মঈনুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক জব্বার হোসেন রয়েল যৌথ স্বাক্ষরের মাধ্যমে চকরিয়া উপজেলার আংশিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন করেন। অনুমোদনকৃত কমিটির অন্যান্য পদের কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ মিশকাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজমিহি তাজিদ, সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ হোসাইন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. এহসান হাবিব।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ চকরিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির মনোনীত সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেয়ার ভিশন বাস্তবায়নে অনুমোদিত চকরিয়া উপজেলা কমিটি বলিষ্ট ভূমিকা পালন করবে। আমি অনুমোদিত কমিটির মাধ্যমে সরকারের উন্নয়নের অব্যাহত ধারা গনমানুষের দৌঁড়গৌড়ায় পৌছাঁতে মূখ্য ভূমিকা পালন করতে পারবো বলে অঙ্গীকারবদ্ধ। সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলবো ।