1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা প্রশাসনের শক্ত অভিযানে প্রাণ ফিরে পেলো ব্রহ্মপুত্র নদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

জেলা প্রশাসনের শক্ত অভিযানে প্রাণ ফিরে পেলো ব্রহ্মপুত্র নদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৮ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় নরসিংদী সদর উপজেলার চৌকস সহকারী কমিশনার ভূমি মোঃ শাহ আলম মিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপমহাদেশের পুরাতন ব্রহ্মপুত্র নদ ও তার তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় প্রাণ ফিরে পেতে যাচ্ছে মাধবদী এলাকার ব্রহ্মপুত্র নদ।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত ২৬ ডিসেম্বর ২০১৯ থেকে ধাপে ধাপে দশটি
অভিযান পরিচালনা করে
মাধবদী এলাকায় ব্রক্ষপুএ নদী প্রায় ৫ কিলোমিটার এলাকা অবৈধ ভূমিখেকু ভবন মালিকদের দখলে ছিল যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হয়।
তারমধ্যে মাধবদী বাজার সংলগ্ন নদীর দুই তীরে ৭০০ মিটার জুড়ে সবচেয়ে বেশি ভবন গড়ে উঠেছিল। মাধবদীতে মোট ১৫৭ জন অবৈধ ভবন মালিকদের দখলে থাকা ২৫৬ টি ভবন ১তলা থেকে ১৫ তলা পর্যন্ত অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়। মাধবদী একটি শিল্প নগরী সমৃদ্ধ এলাকা। এখানে প্রায় ৪ লক্ষ লোকের বসবাস। সেই সুবাদে এখানে গড়ে উঠেছে ৫০ টিরও অধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সেই সুযোগ কে কাজে লাগিয়ে কিছু অসাধু ভবন মালিক স্থানীয় নেতাদেন যোগসাজেসে নদীকে নাল জমিতে শ্রেণীভূক্ত করে নদীর দু’পাড়ে গড়ে তুলেছে বহুতল ভবন যার ফলে সময়ের ব্যবধানে মাধবদী বাজারে বুক চিরে রয়ে যাওয়া ব্রক্ষপুএ নদীর চিত্র পাল্টে গিয়ে রূপ নিয়েছে সরু খালে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা ছিলনা। যা ফলে একটু বৃষ্টিতেই মাধবদী শহরের রাস্তাঘাট বাড়ি ঘরে লেগে থাকতো হাটু পানি । অসাধারণ গুনেগুনান্নিত সদর সহকারী (ভূমি) শাহ আলম মিয়া যার নেতৃত্বে মাধবদী বাজারের পটপরিবর্তন হাওয়া লেগে যায় এ সময় অসাধু ভূমি খেকুরা আর্থিক প্রলোভন, বাধা,বিপত্তি সর্বশেষ মিছিল করেছেন সব বাধা পেরিয়ে ব্রক্ষপুএ নদকে উদ্ধারে দৃঢ মনোবল নিয়ে এগিয়ে যান সহকারী কমিশনার শাহ আলম মিয়া।

মাধবদী এলাকার বৃদ্ধ খোরশেদ আলম( ৮৫) আফসোস করে বলেন এই নদীতে আমরা মাছ ধরেছি সাঁতার কেটেছি এই নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌকা আসতো নৌকাই ছিল একমাএ যানবাহন তখন এই নদী ছিল মাধবদী বাজারের প্রাণ। সেই নদীকে বাঁচাতে
জেলা প্রশাসন এই মহতি উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

এমন উদ্যোগের ফলে একদিকে যেমন বাড়ছে নদীর প্রশস্ততা অন্যদিকে ফুটে উঠছে নদীর দুই তীরে নির্মিত বহুতল ভবন গুলো নান্দনিক সৌন্দর্য সবার স্বপ্ন নতুন করে খননের ফলে ব্রক্ষপুএ আবারো আসবে জোয়ারের পানি স্বচ্ছ পানিতে আবারো ভাসবে ছোট বড় নৌকা এলাকাবাসী খেতে পারবে ব্রক্ষপুএ নদীর সুস্বাধু মাছ, নদীর দুই তীরে নির্মাণ হবে ওয়াক ওয়ে প্রচণ্ড গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সকাল বিকালে হাঁটাহাঁটি সেরে নিতে নদীর পারে ভিড় জমাবে সাধারন মানষ সব মিলিয়ে মাধবদী শহরে যোগ হবে এক নতুন মাত্রায় যার সুফল গুলি হবে প্রজন্ম থেকে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে বর্তমানে ক্ষতিগ্রস্ত ভবন মালিকদের এই ছাড় দেওয়া একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।।

বর্তমান সরকারের নদ নদী রক্ষায় গৃহীত যুগ উপযোগী এই পদক্ষেপকে সাধুবাদ জানান মাধবদী বাসী। পাশাপাশি এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সুযোগ্য জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন, বোর্ডর প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দরা । মাধবদী এলাকার আব্দুর রহিম মিয়া বলেন বর্তমান সরকারের কারণে আবারো নদীতে আগের মতো পানি টলমল করবে নৌকা চলবে শহরের মানুষ নদীর বিশুদ্ধ বাতাস পাবে এজন্য এই কাজে জড়িত সকলকে ধন্যবাদ এই বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহ্ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন নরসিংদী। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন প্রান্তে গত এক মাস অভিযান পরিচালনা করে সরকারের প্রায় ১১ একর খাস ও ভিপি সম্পত্তি যার বাজার মূল্য প্রায় ৫৫ কোটি টাকা বেদখলমুক্ত করে সরকারের আয়ত্বে নেয়া হয়েছে। সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সরকারি খাস জমিতে,মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন,অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা,নদী ভাঙ্গনে সর্বসান্তদের মাঝে বন্দোবস্ত করা হবে। এ ছাড়া সরকারী স্থাপনা নিমার্ণের জন্য বরাদ্দ,জলধার স্থাপন,ইউনিয়ন ভূমি অফিসের জন্য বরাদ্ধ ও ক্ষেত্র বিশেষ খাজনা বা লীজমানীয় আদায় সাপেক্ষে লীজ বন্দোবস্ত করা হবে। অপর দিকে জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net