মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):
“সংকটকালে তথ্য পেলে-জনগনের মুক্তি মেলে”,”তথ্য অধিকার-সংকটে হাতিয়ার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা ও ভিডিওচিত্র প্রদর্শিত হয়েছে।
জানা গেছে,সোমবার (২৮সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২০২০ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভা ও ভিডিওচিত্র প্রদর্শিত হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম,তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন,সাংবাদিক ওয়াসিম আকন্দ সোহাগ,উপজেলা প্রসাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,এলাকার গন্যমমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপজেলা তথ্য অফিসার ও সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ আল মামুন।