মাহবুবুর রহমান :
নোয়াখালিতে সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল ব্যক্তিকে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এর পক্ষ থেকে নগদকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে ১১ টায় জেলা সদর হাসপাতালে অর্থোপেডিক্স ভবনের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃত নেওয়াজপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের অসহায় রিক্সা চালক আবুল খায়ের বাবুল মিয়াকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহতা প্রদান করা হয়।
জানা যায় আহত আবুল খায়ের বাুবল মিয়া ১ বছর আগে নোয়াখালী জেলা সদরের জীবীকার তাগিদে রিক্সা চালাতে গিয়ে ট্রাকের সাথে সংর্ঘষে ডান পায়ে মারাত্মক জখম হয়ে পড়ে। ফলে জীবন জীবিকায় তিন মেয়েকে নিয়ে তার পরিবারে নেমে আসে অসচ্ছলতা। তার এ অসচ্ছলতার খবর শুনে এগিয়ে আসেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
এ বিষয়ে তিনি জানান, আমরা জেলা পুলিশ সব সময় সামাজিক কাজের পাশাপাশি মানবিক কাজে করে থাকি। তারই অংশ হিসাবে এ অসচ্ছল মানুষদের পাশে এসে দাঁড়ানোর আনন্দটা অন্য একরকম তাই এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে পারে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সদর হাসপাতালের অর্থপেডিক বিভাগের ডাক্তার নাঈমা,সিআইডির পরিচালক বশীর আহমেদ, ২৪ তম বিসিএসের সাধারণ সম্পাদক শওকত আকবর ভূইয়া, সদর থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন আলোকিত মানবিক অর্গানাইজেশন এর সভাপতি পারভেজ মোল্লা প্রমুখ।