1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে অর্ধশতাধিক বছরের পুরনো রাস্তা দখল করে প্রতিবন্ধকতা তৈরি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

ফটিকছড়িতে অর্ধশতাধিক বছরের পুরনো রাস্তা দখল করে প্রতিবন্ধকতা তৈরি

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮০ বার

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপির শাহনগর গ্রামে অর্ধশতাধিক বছরের পুরনো বাড়ীর রাস্তা দিন দুপুরে দখল করে প্রতিবন্ধকতা তৈরি করেছে এলাকার একটি প্রভাবশালী মহল।
এ ব্যাপারে গত রোববার (১৩ সেপ্টেম্বর) অবরুদ্ধ পরিবারগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে কয়েক দফা অভিযোগ জানালেও তারা প্রভাবশালী ওই মহলের কারণে কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, লেলাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ শাহনগর গ্রামের ইসলামীয়া বাজার মসজিদ সংলগ্ন মাইজ্জার বাড়ীর বাসিন্দাদের চলাচলের রাস্তা গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল বেলা ক্ষমতাশীন দলের স্থানীয় এক নেতার ইন্ধনে সমাজপতি এনাম সওদাগর, তার ছোট ভাই জানে আলম কানসু ও চাচাতো বোন তসলিমা আকতার গংরা জোরপূর্বক নিজেদের জায়গা দাবী করে অর্ধশত বছরের রাস্তাটি বন্ধ করে দেয়।
পরে অবরুদ্ধ পরিবারগুলো ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ও মেম্বার সরোয়ার হোসেনকে অভিযোগ জানালে তারা গ্রাম পুলিশ (চৌকিদার) পাঠিয়ে রাস্তা অবরুদ্ধ না করার অনুরোধ জানান। কিন্তু তারা ইউনিয়ন পরিষদের নির্দেশ না মেনে রাস্তাটির জনচলাচল বন্ধ করে দেয়।

রাস্তাটি দিয়ে চলাচলকারী এজাহার মিয়া, মহিউদ্দিন,আব্দুল মোনাফ ও জানে আলম জানান, হঠাৎ করে ৫০ বছরের পূরোনো রাস্তাটি দিয়ে চলাচল বন্ধ করে দেয়ায় ওই বাড়ির অন্তত ২০ পরিবারের লোকজন দুর্বিষহ অবস্থায় আছে।
তারা আরো জানান, এ মুহুর্তে বাড়ীর কেউ যদি মারা যায়; তবে তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাবার জায়গা পর্যন্ত রাখা হয়নি।
সাধারণ এলাকাবাসীও অমানবিক এ কাজের প্রতিবাদে ফুঁসে উঠেছে।
এদিকে অভিযুক্তরা অভিযোগকারীদের নানা প্রকার হুমকি-ধমকিও দিচ্ছে বলে অভিযোগ করেছেন।
এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

রাস্তা প্রতিবন্ধকতায় নির্দেশ দাতা হিসেবে অভিযুক্ত কৃষকলীগ নেতা মাসুদ করিম বলেন, আমাদের বাড়ীর জায়গার উপর দিয়ে তারা দীর্ঘ সময় ধরে চলাচল করলেও আমরা কোনদিন বাঁধা দেইনি। ইতোপূর্বে সাংবাদিক নাছির আমাদের না জানিয়ে তার পিতা হারুন সওদাগর সড়ক নাম দিয়ে রাস্তা পাকা করতে চেয়েছিল; আমরা প্রতিবাদ করাতে পারেনি। গত কয়েকদিন আগে একই কায়দায় রাস্তাটিতে ইট বিছানো শুরু করে। তারা তো রাস্তাটি সংস্কার করতে হলে আমাদেরকে ন্যূনপক্ষে বলতে হবে। কিন্তু তারা গায়ের জোর দেখায়। এতে ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়ীর লোকজন চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে বলে শুনেছি।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন, আমি সমঝোতার উদ্যোগ নিলেও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা সেটা মানতে নারাজ।

ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন বলেন, উভয়পক্ষের সহনশীল মনোভাব দরকার; এর চেয়ে বেশি কিছু মন্তব্য করতে চাই না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net