শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি :
রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পিতা, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা, প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান,গহিরা শান্তিরদ্বীপ ও রাউজান কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ.কে.এম ফজলুল কবির চৌধুরীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বুধবার ৯ সেপ্টেম্বর সকালে রাউজানের গহিরা গ্রামে মরহুমের কবরে চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন,সেলিম উদ্দিন,জাগের হোসেন,হারুন কোম্পানি,হানিফ মেম্বার,রোকন উদ্দিন,রোমান উদ্দিন,যুবলীগ নেতা আবছার, কামরুল হাসান বারেক,জাহেদুল আলম জাহেদ,শাহ্জাহান,নেজাম উদ্দিন,জসিম উদ্দিন, জানে আলম মনিহাজ,ছাত্রলীগ নেতা কাজী মাসুদ রানা প্রমুখ।