লালমাই প্রতিনিধি
কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নে আলোকদিয়া গ্রামে মসজিদে বাচ্ছাদের দুষ্টামিকে কেন্দ্র করে সংঘর্ষ গুরুতর আহত ১১ জন। ২ জনের অবস্থা আশংকাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ICU প্রেরন করা হয়েছে। সর্বমোট একই পরিবারের ১১ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষ সূত্রে জানাযায় গত কাল হুমায়ুন কবিরের ভাগিনা তানজিদ আহমদ (৮) আলোকদিয়া জামে মসজিদে আসরের নামাজ পরতে গেলে আবদুল হালিমের ছেলে জিহাদ( ৯) সাথে দুষ্টামি করলে ঐ গ্রামের সর্দার দু টি পরিবারের সদস্যদের ডাক দিয়ে জিজ্ঞাসা বাদ করতে গেলে তানজিদের মার উপর অতর্কিত হামলা চালায় আবদুল হালিমের নেত্বতে তার পরিবারের সদস্যরা।
আহতদের মধ্যে রয়েছেন মোসাঃজাকিয়া বেগম মোসাঃতাছলিমা েবগম মোসাঃপেয়ারা বেগম মোসাঃসালেহা বেগম মোসাঃসেফালি বেগম মোসাঃরিমা আক্তার মোঃএমরান কবির মোঃসুমন মিয়া মোঃআরিফ হুমায়ুন কবির মোঃ আবুল মিয়া।
খবর পেয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ আইয়ুব এর নির্দেশেএ এস আই হেলালের নেত্বতে সঙ্গীয় ফোর্স ঘটনা স্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।সংর্ঘসের পর হুমায়ুন কবির বাদী হয়ে লালমাই থানা একটি মামলা দায়েল করেন।
মামলা এজহার ভুক্ত আসামিরা হলেন।
মোঃকবির হোসেন মোঃ রুহুল আমিন মোঃইব্ররাহিম মোঃরাকিব মোঃজাকের মোঃজাফর মোঃরাসেল সাবউদ্দিন মোঃ হাসান মোঃশুভ মোঃ সহিদ মোঃ মীর হোসের উইসুফ মিয়া আবু সদ্দার এই মামলার এজহার ভুক্ত ১ নাম্বার আসামি কে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে লালমাই থানা পুলিশ।