1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরের তিন গ্রামে ১০ হাজার তালবীজ রোপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

মাগুরার মহম্মদপুরের তিন গ্রামে ১০ হাজার তালবীজ রোপন

মোঃসাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫৮ বার

মাগুরা জেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম,নাওভাঙ্গা ও রাজপাটের এই তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করা হয়েছে বলে জানা গেছে । ৪ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচীতে অংশ নেয় বনগ্রাম,নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক ।

ডিলার টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মেসার্স আলমগীর মটরস্ এ অনুষ্ঠানের আয়োজন করে ।
এ উপলক্ষে বনগ্রাম বাজারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান,অধ্যাপক তৌহিদুর রহমান,মহম্মদপুর কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নকিবুর রহমান,বনগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর আহমেদ,এ্যাডভোকেট গোলাম নবী শাহীন ও ইউপি সদস্য গোবিন্দ চন্দ প্রামানিক ।
স্বাগত বক্তব্য রাখেন ডিলার টিভিএস অটোর সত্বাধিকারী আলমগীর হোসেন ।
সভাশেষে বনগ্রাম,নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের বিভিন্ন সড়কের দু’পাশে এবং হাট-বাজারসহ পতিত জমিতে ১০ হাজার তালবীজ রোপন করা হয় ।
টিভিএস অটোর সত্বাধিকারী আলমগীর হোসেন জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ব্রজপাত প্রতিরোধে আমরা তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করেছি । আমাদের এ কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে । পাশাপাশি প্রকৃতিকে আরো সুন্দর করে সাজাতে আগামীতে এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হবে । আলমগীর মটরস্ এর ব্যক্তিগত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net