মোঃসাইফুল্লাহ ;
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের উদ্যোগে সোমবার রাতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর-রশিদ মুহিত, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, সদর ইউপি চেয়ারম্যান ও সহসভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,যুবলীগের নেতা তৈয়বুর রহমান খান, বাবুল রেজা,মিয়া বেলাল হোসেন, আরজান বাদশাসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদির সিদ্দিকী।