1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক বিক্রেতা তারা বানু গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি পুলিশকে আরও মানবিক হওয়ার আহবান জেলা প্রশাসক রাজশাহীর ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের নাককাটি ঠাকুরের পুকুরে বিয়ের আগে ভিড় বাড়ে মানুষের সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন “চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

মাদক বিক্রেতা তারা বানু গ্রেফতার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫২ বার

বাগেরহাট জেলার, মোংলায় তিন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মাদক বিক্রেতা তারা বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে কুমারখালী এলাকার তার নিজ বাসার পাশ থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। আটক তারা বানু উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাছমারা এলাকার মৃত রুমী সরদারের স্ত্রী।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানায়, মোংলা বন্দরসহ উপকুলীয় এলাকায় ও এর আশপাশে প্রথম মাদকের প্রচলন চালু করেছে ফিরোজ তালুকদার, রুমী সরদার ও তার স্ত্রী তারা বেগম ওরফে তারা বানু। এদের হাতধরেই এলাকায় মাদকের বিস্তার লাভ করে। ইতি পুর্বে তারা বানু বেশ কয়েকটি মাদক মামলায় জেল হাজতে রয়েছিল। সাজাও হয়েছিল ১৪ বছরের। কিন্ত আইনের ফাঁক-ফোকর দিয়ে জামিনে বের হয়ে পুনরায় গাঁজা, হিরোইন ও ইয়াবা ব্যাবসায় জড়িয়ে পরেন তারা বানু।

মোংলা, রামপালসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। অনেক আগেই আদালত থেকে মোংলা থানায় তিন তিনটি ওয়ারেন্ট আসছে তারা বানুর বিরুদ্ধে। সুচতুর তারা বানু, তার পোষাক ও ভ্যাস-ভুসা পরিবর্তন করে দেশের বিভিন্ন জায়গায় মাদকের চালান নিয়ে আসা-যাওয়া করে। যার কারনে তাকে সহজেই গ্রেফতার করা পুলিশের কাছে কষ্টকর হয়ে পরেছিল। মাদকের চালান নিয়ে মোংলায় প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীর পরিচালনায় পুলিশের কয়েকটি দল মহিলা সদস্যদের নিয়ে ছদ্মবেশে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় পুলিশ।

গত তিন দিন ধরে দিন-রাত ওৎ পেতে বসেছিল পুলিশ তারা বানুকে গ্রেফতারের জন্য। শনিবার রাতে হঠাৎ কুমারখালী তার বাসার পাশ দিয়ে এক ভদ্র মহিলা চলে যাচ্ছে দেখে পুলিশের সন্দেহ হয়। এসময় তার নাম পরিচয় জানতে চাইলে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে আটক করতে সক্ষম হয় পুলিশ। তারা বানু পুলিশের হাতে আটকের খবরে মোংলা পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করছে অনেকে।

মাদকের মুলহোতা গ্রেফতার হওয়ায় সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তবে মাদকের বড় একটি চালান নিয়ে মোংলায় প্রবেশ করেছে এমন খবর পুলিশের কাছে রয়েছে সেই ইয়াবা ও গাঁজার বড় চালানটি কোথায় কার কাছে রেখেছে এবং কারা এর সাথে জড়িত এমন জিজ্ঞাসাবাদ শেষে রোববার তারা বানুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net