1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন ও নিউ হাউজিং বালুবাড়ির স্বতাধিকাীর কাছে চাঁদাবাজির প্রতীবাদে দিনাজপুর প্রেসক্লাবে শাহরিয়ারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন ও নিউ হাউজিং বালুবাড়ির স্বতাধিকাীর কাছে চাঁদাবাজির প্রতীবাদে দিনাজপুর প্রেসক্লাবে শাহরিয়ারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭৭ বার

দিনাজপুর পৌরসভার কাউন্সিলর আকবর আলী অরেঞ্জ এর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন ও নিউ হাউজিং বালুবাড়ির স্বতাধিকাীর কাছে চাঁদা াবীর প্রতিবাে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

২৫ সেপ্টেম্বের শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিউ বালুবাড়ি হাউজিং দিনাজপুর এর চেয়ারম্যান গাওসে শাহরিয়ার।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২১ সেপ্টেম্বের সোমবার আমার বিরুদ্ধে দিনাজপুর ও সারাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা তথ্য সম্বলিত খবর প্রকাশিত হয়েছে,যে তথ্য গুলির কোনো সত্যতা নেই আমি এই সংবাদের প্রতিবাদ করছি। তিনি লিখিত বলেন, উল্লেখিত শেখপুরা মৌজায় ওয়াকফ লিলের জেল এল নং ৩ লেখা হয়েছে যেটি সঠিক নয়। এই জেএল নং শেখপুরা মৌজায় কোথাও নাই এছাড়াও ওই মিথ্যা রির্পোটেরলিলে দানের সাল কোথাও লেখা হয়েছে ১৯৯৪ এবং কোথাও লেখা হয়েছে ১৯৮৮ এটা সঠিক নয় সর্বের মিথ্যা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গওসে শাহরিয়ার বলেন, ভুয়া একটি লিলের মাধ্যমে ষড়যন্ত্রকারী চাাঁবাজ কাউন্সিলর আকবর আলী অরেঞ্জসহ তার সাঙ্গোপাঙ্গোরা এতিমখানার নামে সম্পত্তি খল হয়েছে বলে মিথ্যা অভিযোগ করছে। এটি মুলত ছিলো আমার মায়ের সম্পত্তি তিনি কখনই কোথাও তাান করেননি এবং আমার বাবা যে সম্পত্তি ান করেছেন তাও জীবদ্দশায় সবাইকে রেজিষ্টারী করে নে।

তিনি বলেন,উল্লেখিত জমিতে প্লান পাশ নিয়ে দিনাজপুর পৌরসভার মেয়র কর্তৃক নিয়োগ চেয়ে বিজ্ঞ আইনজীবির মতামত বিরোধীয় দলিলে কোনো প্রাইম ফেইস কেস নাই দিয়েছে।

এ বিষয়ে ফোনে ও বিভিন্ন মাধ্যমে চাঁদা াবী করায় আমি অরেঞ্জসহ অন্যরে বিরুদ্ধে মামলা করেছি যার সি.আর নং ৯৫০/১৯ এবং ১৩২৪/১৯। উল্লেখিত উভয় মামলায় কাজী আকবর আলী অরেঞ্জ ও তার সহযোগীরা পুলিশের চার্জশীট ভুক্ত আসামী।

সংবাদ সম্মেলনে বলা হয়ে তারা মিথ্যাসবদাবী উপস্থাপনা করছে এবং ভয়ভীতি প্রর্শন করে আসছে, আমি প্রশাসনের কাছে সুবিচার চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,মো: তাহমিদুর রহমান,মো: শাহিনুর আলম,মো: মহিরুল ইসলাম ও মো: আবু শাহরিয়ার সোহাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net