গংগাচড়া থেকে রায়হান সিরাজীঃ গত কয়েকদিনের ভারী বর্ষন ও উযান থেকে নেমে আসা তিস্তার পানিতে রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের মহিপুর মৌজার পূর্ব ও পশ্চিম ইচলি এলাকায় মসজিদ,মাদরাসা,কবরস্থান ও যাতায়াতের রাস্তাসহ প্রায় দুই শতাধিক বাড়ি,নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। ফলে বর্তমানে শত সহস্র মানুষ দিশেহারা ও আশ্রয়হীন হয়ে পড়েছে। এমন কি অনেকে রান্না করেও খাবার পরিবেশ ও সুযোগ পাচ্ছেন না। যদিও স্হানীয় ভাবে অনেকে পাশে দাঁড়াবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অবস্থার বাস্তবতায় তা মোটেই পর্যাপ্ত নয়।
এমতাবস্থায়,শিশু,বৃদ্ধসহ এই সমস্ত অসহায় মানুষের সার্বিক কল্যানার্থে,সকল মহলের সহযোগিতার হাত বাড়ানো অতি জরুরী হয়ে পড়েছে এবং সেই সংগে এই সমস্ত অসহায় মানুষের জন্য,সরকারের পক্ষ থেকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দরকার বলে ভুক্তভুগী ও স্হানীয়রা মনে করেন।