রাউজান প্রতিনিধি:
রাউজানে শোহাদায়ে কারবালার স্মরণে ও
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফের উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা -মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ১-গৈয়া মোহাম্মদ এর বাড়ির যুব সমাজ ও প্রবাসীদের আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাহাবুল আলম।
মোহাম্মদ তারেক পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী একাডিমীর সদস্য মাওলানা কে এম বেলাল হোসাই মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী জয়নাল আবেদীন,আক্কাছ উদ্দীন মানিক,চিকদাইর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্জাহান। উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ১ এর সভাপতি খোরশেদুল আলম,সাধারণ সম্পাদক শহিদুল মাষ্টার,সিদ্দিক আহমেদ,জাগের হোসেন, রাশেদুল আলম,রিফন প্রমুখ।পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।