রামগড় (খাগড়াছড়ি):
রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে সোমবার সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুাষ্ঠত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতীক সেন, তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মনির হোসেন, উপজেলা পরিষদের সদস্য কাউন্সিলর কনিকা বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে তথ্য অধিকার আইন ২০০৯ সরকারের একটি মহতি উদ্যোগ। জনগনের কল্যাণে গৃহীত যে কোন নীতি, কর্মসূচী ও কর্মকান্ডের বিযয়ে জনগনের স্পষ্ট ধারনা থাকা আবশ্যক। এ আইন প্রত্যেক নাগরিকের জন্য একটি অন্যতম রক্ষাকবচ।
সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, গন্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।