রামগড় (খাগড়াছড়ি):
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে শিক্ষা-আদর্শ-প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামগড় উপজেলা শাখার উদ্যোগে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ মশিউর আকাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাজী নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম প্রমুখ।
এসময় সংগঠনটির জেলা কমিটির প্রচার সম্পাদক মো: আবছার হোসেন, উপজেলা কমিটির সহ-সম্পাদক দেবেন্দ্র ত্রিপুরা, ফাহাদ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, পৌর কমিটির সভাপতি শাহরিয়ার আরমান, সাধারন সম্পাদক ইমরান হোসেন সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।