লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট:
মঙ্গলবার ১ সেপ্টেম্বর গেন্দুকুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গেন্দুকুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন গেন্দুকুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম হোসেন। প্রধান অতিথি ছিলেন ১৬, লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, গেন্দুকুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।