বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক সিককদারের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাইমবাজার জাফর কনভেনশন হলে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলকূপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, সিনিয়র সহ সভাপতি মু. উসমান গণি, চট্টগ্রাম দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন, শিলকূপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোছাইন, টাইমবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মু. সোলতান, চট্টগ্রাম দক্ষিণ জেলা উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক এইচ,এম সাইফুল ইসলাম, মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য শহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সদস্য রাশেদুল ইসলাম, বাঁশখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনাম উদ্দীন চৌধুরী নয়ন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের দীপঙ্কর দাশ, মনছুর ইসলাম নাহিদ, শিলকূপ ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মু. ইয়াছিন প্রমূখ।
কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মোৎসব উদযাপন শেষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন টাইমবাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের।