নিজস্ব প্রতিবেদক
ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা” (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭) এর উদ্যাগে মাদারীপুরে সুবিধাবঞ্চিত নারী ও ক্ষতিগ্রস্ত বানভাসী পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন উপহারসামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর ভাইস চেয়ারম্যান সাথী খান, নারী শিক্ষাকেন্দ্রের কোঅর্ডিনেটর ফাতেমা খান।
রুহিত সুমন বলেন, আমাদের সংস্থা ময়ূরপঙ্খী বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই কার্যক্রম। এছাড়া গত কয়েকদিন এই এলাকায় মাস্ক প্রদান, বৃক্ষরোপণ ও করোনা সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। আমাদের মানবিক কাজ ইন শা আল্লাহ অব্যাহত থাকবে। এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।