হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানব বন্দন ও সমাবেশ করেছেন নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের মুক্তিযোদ্ধারা । হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ¦ আবুল মুনসুর বক্তব্য রাখেন।