নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর হাবিবুর রহমান চৌধুরী শামীম ||
রিকশা চালক নাজমুুল সততার পথ থেকে সরতে নারাজ এই তরুণ রিকশা চালক।প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন হাতে পেয়ে ও ফিরিয়ে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলার ইনাতগজ্ঞ বাজারে। বৃহস্পতিবার ইনাতগজ্ঞ বাজার থেকে জনৈক ব্যক্তিকে নিয়ে কাজির বাজারে নামিয়ে দিয়ে আসার পথে তার রিকশার সিটে পড়ে থাকা একটি শপিং ব্যাগ দেখতে পায় নাজমুল।ব্যাগটি খুলে টাকা ও মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায়।তাৎক্ষণিক সে আরেকজন চালকের সহায়তা নিয়ে ইনাতগজ্ঞ বাজারে কেয়া ষ্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলমের কাছে নিয়ে গেলে মোবাইল ফোনের সূএধরে ব্যাগের মালিককে ফোন দেন।টাকার মালিক ফোন পেয়ে আরো দুজনকে ব্যক্তিকে সাথে ইনাতগজ্ঞ বাজারে আসেন।পরে মোবাইল ও দুই লক্ষ সাত চল্লিশ হাজার টাকার ব্যাগটি মালিককে ফেরত দেন।এ সময় ব্যাগের মালিক অনেকের উপস্হিতিতে নিজ টাকা বুঝে পেয়ে আল্লাহর শুকর জানান এবং লোভ লালসাহীন মানবতার সাক্ষী দুই চালককে ২৫০০ টাকা প্রায় জোর করেই তাদের পকেটে দিলেন এবং রিকশাচালক নাজমুলকে উক্ত টাকার মালিক খুশি হয়ে একটি মোবাইল ফোন উপহার দেন।এমন সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলো ৩ নং ইনাতগজ্ঞ ইউনিয়নের মধ্য সমত গ্রামের নাজমুল হোসেন।