মাহবুবুর রহমান :
নোয়াখালী জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ীর থানারহাট থেকে ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা পুলিশ ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (২১) নামে এ ভুয়া এনএসআই সদস্য কে আটক করা হয়। আটকৃৃত শরিফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার মাহুতলা গ্রামের সানা উল্যাহর ছেলে।
জানা যায়, ভুয়া এনএসআই দাবী কারি শরিফুল ইসলাম বিভিন্ন জায়গায় এনএসআই এর পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, হুমকি-ধমকি, চাঁদাবাজি করে আসছিল। পরে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী থানা পুলিশ সোনাইমুড়ী তাকে থানারহাট এলাকায় অভিযান চালিয়ে আটক করে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভুয়া এনএসআই পরিচয় প্রদানকারী শরিফুল ইসলামের বিরুদ্ধে আইননাুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নোয়াখালী প্রতিনিধি
০১৮১১-৮০২৫৬৯