মােঃ সাইফুল্লাহঃ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যূরালের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ আরো অনেকে।
প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ম্যূরাল উদ্বোধন শেষে জাতির জনকের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষভভাবে দোয়া করা হয়।