মোঃসাইফুল্লাহঃ
মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ৪ দিনের কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৭ সেপ্টেম্বর রবিবার মাগুরা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ, সাকিব হাসান তুহিন, সদস্য বাকি বিল্লাহ সান্টু, মনিরুল ইসলামসহ আরো অনেকে।
মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু জানান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ৪ দিনের কর্মসূচীর অংশ হিসেবে আজ তৃতীয় দিন মুজিব বর্ষে জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনের শুভেচ্ছা স্বরুপ মাগুরা জেলার বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হবে।